১। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে তার নিজ কার্যালয়ের অফিস / ইউনিয়ন সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে হবে।
২। প্রশিক্ষণার্থী যদি জেলা পর্যায়ের সরকারি অফিসের হয়ে থাকে তাহলে তাকে বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করতে হবে, তারপর জেলা পর্যায়ের তার সরকারি অফিসটি সিলেক্ট করে দিতে হবে।
৩। প্রশিক্ষণার্থী যদি উপজেলা পর্যায়ের সরকারি অফিসের হয়ে থাকে তাহলে তাকে বিভাগ সিলেক্ট করার পর, জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা পর্যায়ের তার সরকারি অফিসটি সিলেক্ট করে দিতে হবে।
৪। ঠিক একইভাবে প্রশিক্ষনার্থী ইউনিয়নের সচিব/ হিসাব সহকারি/ উদ্যোক্তা হলে তাহলে তাকে বিভাগ সিলেক্ট করার পর, জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর ইউনিয়ন সিলেক্ট করতে হবে।
৫। প্রশিক্ষনার্থী যদি জেলা প্রশাসকের কার্যালয়ের হয়ে থাকে তাহলে থাকে জেলাটি সিলেক্ট করে দিলেই হবে। জেলা পর্যায়ের সরকারি অফিস সিলেক্ট করার দরকার নাই।
৬। প্রশিক্ষনার্থী যদি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হয়ে থাকে তাহলে থাকে উপজেলাটি সিলেক্ট করে দিলেই হবে। উপজেলা পর্যায়ের সরকারি অফিস সিলেক্ট করার দরকার নাই।
৭। Captcha incorrect দেখালে Reload Image দিয়ে নিতে হবে। ফলাফলটি ইংরেজি অক্ষরে লিখতে হবে।
৮। প্রশিক্ষনার্থীর মোবাইল নম্বর বা ইমেইল মুক্তপাঠের দিয়ে সার্টিফিকেট চেক করা যাবে, যদি চেক করে সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তার নাম, মোবাইল, পদবি ও ইমেইল অটো Fill up হয়ে যাবে।
৯। যদি কোনো প্রশিক্ষনার্থীর রেজিট্রেশন ভুল হয়ে থাকে, নিজস্ব অফিস সিলেক্ট না করেই রেজিট্রেশন করে থাকে তাহলে a2i এর প্রতিনিধিকে জানাতে হবে, তার রেজিট্রেশনটি ড্যাসবোর্ড থেকে Update করে দিয়ে দিবে।
১০। যদি কোনো অফিস / ইউনিয়ন খুজে না পাওয়া যায় তাহলে https://forms.gle/7siRHoxnGA88KF4m6 এই Google Form এ রেজিট্রেশন করতে হবে।