১। আপনার অফিসটি যদি জেলা পর্যায়ের একটি অফিস হয়ে থাকে তাহলে ডোমেইন পর্যায় থেকে জেলা পর্যায়ের অফিস সিলেক্ট করে দিন।
২। অনুরূপভাবে উপজেলা পর্যায়ের হলে উপজেলা পর্যায়ের অফিস, বিভাগীয় পর্যায়ের হলে বিভাগ পর্যায়ের অফিস সিলেক্ট করে দিন।
৩। আপনার অফিসের নিজস্ব কোনো সার্ভিস চালু করার জন্য যদি কোনো সাবডোমেইনের প্রয়োজন হয় তাহলে ডোমেইন পর্যায় থেকে সাবডোমেইন সিলেক্ট করে দিন।
৪। অফিসটি কোন মন্ত্রনালয়ের অধীন, অধিদপ্তর (যদি থাকে), অফিসের বাংলা নাম, ইংরেজি নাম, প্রস্তাবিত ডোমেইন(http/https/www ছাড়া), অফিসিয়াল চিঠি (অবশ্যই pdf format Sample Letter PDF) এবং যদি থাকে ২ জন ফোকাল কর্মকর্তা/কর্মচারীর নাম দিতে হবে।
৫। Captcha incorrect দেখালে Refresh Captcha দিয়ে নিতে হবে। ফলাফলটি ইংরেজি অক্ষরে লিখতে হবে।
৬। যে কোনো প্রয়োজনে +৮৮০৯৬৩৯৬৬৩৩১১ নম্বরে কল করুন। ধন্যবাদ।